Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

         ১।      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির পরিপত্র, আদেশ, কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন।

         ২।        শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ ।

         ৩।       সরকারের বিভিন্ন বিভাগ/দপ্তর/জেলা প্রশাসন/প্রকল্প পরিচালক-এর সাথে যোগাযোগ রক্ষা এবং আদিষ্ট হয়ে গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন।

         ৪।        মানসম্মত শিক্ষা বাস্তবায়ন নিশ্চিতকল্পে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্টগণের সাথে মতবিনিময় ।

         ৫।        বেসরকারি স্কুল, কলেজ মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, কর্মচারীদের অনলাইন এমপিও আবেদন অগ্রায়ণ।

         ৬।       ১লা জানুয়ারি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও পাঠ্যপুস্তক উৎসব উদযাপন।

         ৭।        ই-মেইল, ওয়েবসাইট এর মাধ্যমে তথ্য আদান-প্রদান, সার্বিক যোগাযোগ এবং ই-নথি সিস্টেমে ১০০% নথি সম্পন্নকরণ।

         ৮।       জেলা পর্যায়ের খেলাধূলা পরিচালনা, বিভিন্ন জাতীয় দিবস পালন, শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ,   বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

         ৮।       শিক্ষা উপকরণ, মাল্টিমিডিয়া ও আইসিটি সরবরাহ, ব্যবহার ও প্রয়োগ মনিটরিং করা।

         ৯।        জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সমূহের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল অগ্রিম বিল ও শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরকরণ।

         ১০।      সাধারণ ও মেধাবৃত্তি, তফসিলি বৃত্তিসহ জেলা শিক্ষা অফিসের সমূদয় বিল পাশ করা।

         ১১।      শিক্ষার মানোন্নয়নে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন/আকষ্মিক পরিদর্শন ও পরিদর্শন প্রতিবেদন প্রেরণ।

         12।      নির্ধারিত সময়ের মধ্যে IMS data ও ISAS তথ্য হালনাগাদকরণ।

         13।     মাদক দ্রব্য, বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সরকারি আদেশ যথাযথভাবে বাস্তবায়ন।